বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ১ হাজার ৭শ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২২ জানুয়ারি) পৌর এলাকার থানা মোড়ে ও উপজেলার রহবল বন্দরে সহ বিভিন্ন এলাকায় ইউএনও উম্মে কুলসুম সম্পা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও উম্মে কুলসুম সম্পা জানান, করোনা সংক্রমণরোধে সরকার বিধিনিষেধ জারি করেছে। যারা এসব বিধিনিষেধ না মেনে চলাচল করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এরই অংশ হিসেবে আজ শনিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার অভিযোগে ৯টি মামলায় ১হাজার ৭শত ৫০টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৮:০৩ অপরাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD