বাংলাদেশ স্কাউটস বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে ত্রি-বার্ষিক কাউন্সিল উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, আব্দুল মান্নান, মুনছুর রহমান প্রমুখ।
ত্রি-বার্ষিক কাউন্সিলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা সভাপতি ও উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল আলম মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD