বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় করোনায় কর্মহীন হয়ে পরা সহস্রাধিক শ্রমিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা।
শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো মাধ্যমে আপনাদের দুঃখ-দুদর্শার কথা জানতে পারেন। আর তখনই এসব সহায়তা প্রদান করেন। মেয়র মহোদয়ের চেষ্টায় আজকের এই খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।
তিনি বলেন, করোনার এই সময়ে কারো কোনো খাদ্য সহায়তার প্রয়োজন হলে ৩৩৩ নম্বরে ফোন দিবেন। তাহলেই আমরা তার বাড়িতে খাবার পৌছে দিবো।
মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, বগুড়ার জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিকতার কারণে আজকে পৌরসভায় অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা সম্ভব হচ্ছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহুল আমীন, নারী কাউন্সিলর শামসুন্নাহার প্রমুখ। প্রতি জনকে ১০ কেজি চাল ও তিন কেজি আলুর প্যাকেট দেওয়া হয়।
Posted ১০:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD