রবিবার ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

শুক্রবার, ০৫ আগস্ট ২০২২
104 বার পঠিত
শিবগঞ্জে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

বগুড়ার শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা। উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মোজাহিদ সরকার, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, ইউপি চেয়ারম্যান সবুজ প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা ডা, তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নেস্কো লিঃ শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী বজলুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সারওয়ার জাহান, একাডেমিক সুপার ভাইজার পদ্মারানী, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্যাপ্টেন শহীদ শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। আলোচনা শেষে বৃক্ষ বিতরণ করা হয়।

প্রসঙ্গতঃ ঢাকা, ৫ আগস্ট, ২০২২ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপদগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি।


Facebook Comments Box


Posted ৯:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ আগস্ট ২০২২

Alokito Bogura। আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!