করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১জুলাই থেকে ৭জুলাই পর্যন্ত লকডাইন ঘোষণা করেছে সরকার। করোনা প্রকপ বৃদ্ধি পাওয়ায় সরকার ৭জুলাই থেকে ১৪জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছেন।
বগুড়ার শিবগঞ্জে লকডাউনের প্রথম দিন থেকেই কঠোর অবস্থানে রয়েছেন উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় ৫ম দিন সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা উপজেলার মহাস্থান বন্দর এলাকায় অভিযান চালান। এসময় তিনি লকডাউনে সরকারের বিধি নিষেধ না মানায় দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক পরিধান না করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে ১১টি মামলায় ৭ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ভ্রাম্যমান আদালতে ২টি ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহাকারীর সংযোগ বিছিন্ন করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে সরকারি বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD