বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের জানগ্রামের সালাউদ্দিন নামে এক কৃষকের সোয়া তিন বিঘা আলুর জমিতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঔষধ প্রয়োগ করার ফলে চলতি মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, ফসল না পাওয়ার হতাশায় দিনাতিপাত করছেন কৃষক সালাউদ্দিন।
জানা যায়, জানগ্রাম বাজারের হানিফ এর দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ঔষধ আলুর জমিতে প্রয়োগ করায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে।
এ ব্যাপারে কৃষক সালাউদ্দিন ও তার ছেলে ছাব্বির বলেন আমারা যে বীজ জমিতে রোপণ করেছি সেই একই বীজ আমাদের গ্ৰামের আরো এক কৃষক জমিতে রোপণ করেছে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কৃষক সালাউদ্দিন ও তার ছেলে ছাব্বির আরোও বলেন, হানিফের কীটনাশকের দোকান থেকে ঔষধ নিয়ে আমাদের জমিতে প্রয়োগ করার কারণে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন।
এ ব্যাপারে কীটনাশক দোকানদার হানিফের সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার দোকান থেকে কৃষক সালাউদ্দিন কীটনাশক ঔষধ নিয়ে জমিতে প্রয়োগ করেছে, আলুর জমির ক্ষয়ক্ষতির ব্যাপারে আমি শুনেছি এ ব্যাপারে আমার কিছুই করার নেই। কীটনাশক ব্যবসায়ী পিরব ইউপি’র জানগ্ৰাম কানাগাড়ি গ্ৰামের মৃত আক্কাছ আলীর পুত্র হানিফ সরদার।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD