বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত মাল্টা প্রদর্শনী মাঠ দিবস টেপাগাড়ী গ্রামে অনুষ্ঠিত হয়েছে। মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া মোঃ ইউসুফ রানা মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পরিচালক ক্রপস্ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকা কৃষিবিদ খন্দকার আব্দুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ক্রপস্ উইং খামার বাড়ী ঢাকা ড. ফারুক আহমেদ, বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপ-সহকারী আব্দুর রাজ্জাক, এনামুল হক, মোজাম্মেল হক, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, মুন্নু সরদার, সাহাজুল কাজী, মিজানুর রহমান, বাবলু মিয়া, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি বারি মাল্টা-১ চাষ করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করেন। আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি অত্র এলাকার কয়েকটি মাল্টা বাগান পরিদর্শন করেন এবং কৃষকদেরকে পরামর্শ প্রদান করেন।
Posted ৭:১০ অপরাহ্ণ | রবিবার, ২৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD