বগুড়ার শিবগঞ্জে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীর লাশ গাংনাই নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যাকরে নদীতে ফেলা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের বেলতলী হাফেজিয়া মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র স্বাধীন (৮) মাদ্রাসায় আসাবিক হিসাবে লেখাপড়া করে। রবিবার সকালে স্থানীয় লোকজন ঈদগাহ মাঠ সংলগ্ন পার্শ্বে গাংনাই নদীর তীরে মৃত দেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিহতর লাশ মর্গে প্রেরণ করে। নিহত স্বাধীন উপজেলার পূর্বজাহাঙ্গীরাবাদ মাঝপাড়া গ্রামের শাহ আলম এর ছেলে।
এ ব্যাপারে মাদ্রাসার মুহতামিম শহিদুল ইসলাম বলেন, স্বাধীন সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। সকালে তার লাশ মাদ্রাসার পার্শ্বে গাংনাই নদীর তীরে পাওয়া যায়।
এ ব্যাপারে নিহতর চাচা মইনুল হক বলেন, স্বাধীন নিখোঁজ রয়েছে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে জানাইনি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, এ শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা হবে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD