বগুড়ার মহাস্থান নবীণ যুব সংঘের উদ্যোগে ৪র্থতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার (১মার্চ) রাত ৮টায় মহাস্থান বাড়িদারপাড়া গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়া সংঘের সভাপতি সঞ্চয় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।
এসময় তিনি বলেন, বগুড়ার শিবগঞ্জ একটি শান্তি প্রিয় উপজেলা। আর যারা এই উপজেলা নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তাদের নস্যাৎ করা হবে। কিছু নব্য চক্রান্তকারীরা শিবগঞ্জ উপজেলা তথা রায়নগর ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড দেখে হিংসাতক ভাবে এই উন্নয়নের বিরুদ্ধে কাজ করছে। তারা শিবগঞ্জ উপজেলায় একটা কিছু করতে চায়। তাদের একটি কথা মনে রাখা প্রয়োজন, ১৯৭১ সালের পর থেকে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এর কোন ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়নি। বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু শিবগঞ্জ উপজেলার একটি প্রাণ। যিনি জনগণের প্রত্যক্ষ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাকে নিয়েও তারা নানা ভাবে ষড়যন্ত্রের নকশা বুনছেন। ইতিমধ্যেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আমাদের সামনে উন্মোচিত হয়েছে।
আমরা লক্ষ করছি, গত কয়েক বছর ধরে কিছু ষড়যন্ত্রকারী এমপি জিন্নাহ ও রিজু’র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এটি নতুন কোনো ঘটনা নয়। ২০০৮-সালে নির্বাচনের পর থেকেই তারা এই ষড়যন্ত্র করে আসছে। আল্লাহর অশেষ রহমতে জনগণের অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসা নিয়ে তাদের প্রতিটি ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। আমরা সরকারের বিরুদ্ধে বলছি না। যারা সরকার দলীয় নাম ভেঙে ক্ষমতার অপব্যবহার করছেন বা করতে চায় তাদের কথা বলছি। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, মহাস্থান কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব বাবুল মিয়া বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্ভাব্য ৮নং ইউপি সদস্য প্রার্থী আবু বক্কর সিদ্দিক বাদশা,ওলি মিয়া, ইউপি সদস্য পদপ্রার্থী জিহাদ হাসান আল আমিন, ইউপি সদস্য ছানাউল হক ছানা, সবুজ,আরিফুল ইসলাম সুমন প্রমূখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ১০:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud