বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুকিকালিদাস গ্রামে ভাতিজার মারপিটে চাচা-চাচী গুরুতর আহত হয়ে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় চাচা মোজাফফর হোসেন বাদী হয়ে ভাতিজা রেজাউল করিম রেজাকে প্রধান আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ওই মামলার তিন আসামীকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
মামলা সুত্রে জানা যায়,কুকিকালিদাস গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মোজাফফর হোসেন (সিদ্দিক) গত কয়েক মাস আগে তার আপন বড় ভাই বুলু মিয়ার ছেলে রেজাউল করিম রেজার নিকট ২০(বিশ) হাজার টাকা মূল্যের একটি পিতরাজ গাছ বাকিতে বিক্রয় করে। মোজাফফর গাছ বিক্রয়ের টাকা চাইলে রেজা তালবাহানা শুরু করে সময় ক্ষেপন করতে থাকে। ১৪ ফেব্রয়ারী সকাল আনুমানিক সাড়ে ৯টায় মোজাফফর আবারো ওই টাকা চাইলে রেজা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
মোজাফফর গালিগালাক করতে নিশেধ করলে রেজা তার ছোট ভাই শামীম, বাবা বুলু মিয়া,চাচা আশরাফুল ও আনারুল ইসলামের সাথে দলবদ্ধ হয়ে তাকে মারপিট করতে থাকে। মোজাফফরের চিৎকারে স্ত্রী মোছা.চামেলী বেগম ও মেয়ে মোছা.ছন্দা খাতুন এগিয়ে এলে তাদেরকেও বেদম মারপিট করে এবং ছন্দার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে প¦ার্শবর্তি সোনাতলা হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধিন রয়েছে।
এ ঘটনায় মোজাফফর ৬জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে শিবগঞ্জ থানা পুলিশ শামীম,বুলু মিয়া ও আনারুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। বাকি আসামীরা পলাতক রয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দিপক কুমার জানান,মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ওই মামলার ৩ আসামীকে ইতিমধ্যে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD