বগুড়ার শিবগঞ্জে বাল্য বিবাহ নিরোধ কল্পে জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়ন জোরদার বিষয়ক ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপ-পরিচালক শহিদুল ইসলাম মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, ফ্রিল্যান্স কনসালস্ট্যান্ড রফিকুল ইসলাম, ফিল্ড ম্যানেজার ফরহাদ হোসেন, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম প্রমুখ।
Posted ৯:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD