বগুড়ার শিবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নিয়োগ দেওয়া প্রকল্প গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে প্রতিপক্ষের বাঁধা ও মারপিটে ৪ জন আহতের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের বাদেগাংনই গ্রামের আমিনুল ইসলাম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অনুমোদিত গভীর নলকূপ (সেচ পাম্প) স্থাপনের জন্য মঙ্গলবার সকালে নিজের জমিতে শ্রমিক নিয়ে কাজ করেন। এসময় একই এলাকার নুরুল ইসলাম (নুনু’র) পুত্র রবিউল ইসলাম (৩৫) দলবেঁধে আমিনুলের নতুন সেচ প্রকল্প স্থাপনে বাঁধা দেয়। এসময় রবিউল ইসলামের লোকজনদের হামলা ও মারপিটে ৪ জন আহত হয়।
আহতরা হলেন- একই এলাকার বাসিন্দা ইউসুফ মন্ডল এর পুত্র বাঘা মিয়া (৩০) মৃত আব্দুল জব্বার এর পুত্র সেকেন্দার আলী, (৪০) আফতাফ মন্ডলে পুত্র আবু সালাম (৩০) মকবুল হোসেন এর পুত্র আব্দুল হান্নান (৩২) মঞ্জরুল রহমান এর পুত্র জিহাদ হাসান (১৮)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে দেয়।
এলাকাবাসী জানায়, রবিউল ইসলামের পূর্বে থেকেই ১টি সেচ প্রকল্প রয়েছে। তার সেচের পানি নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তার কাছে জিম্মি হয়ে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অপারেটররা কৃষকদের সময়মতো সেচের পানি দেন না। এলাকা ভেদে পানির জন্য অপেক্ষা করতে হয় সাত থেকে ১৫ দিন পর্যন্ত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার কৃষকরা। ব্যাহত হয় উৎপাদন। দীর্ঘদিন ধরেই উল্লেখ্য বরেন্দ্র অঞ্চলজুড়ে চলছে এ ধরনের অরাজকতা।
এ দুর্ভোগ থেকে রক্ষা পেতে নিজ জমিতেই স্থাপন করার উদ্যোগ নেন আমিনুল। আর এতেই ক্ষুদ্ধ হয়ে ওঠে রবিউল। একপর্যায়ে তার লোকজন নিয়ে হামলা চালিয়ে আমিনুলের সেচ পাম্প স্থাপন করতে বাঁধা ঘটায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবগঞ্জ থানায় মামলায় প্রস্তুতি চলছিল।
Posted ১২:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD