বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (১৮ফ্রেরুয়ারী) বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ইং অনুষ্ঠিত হয়। মহাস্থান জাহাজঘাটা (জাদুঘর) হতে শিবগঞ্জ থানা মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত ০৫ কিঃমিঃ ম্যারাথন সম্পন্ন হয়। অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেনী-পেশার মানুষ।
প্রতিযোগীতায় প্রথম বিজয়ী হয়েছেন গুজিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মোঃ আতিকুর রহমান। সে শিবগঞ্জ সদর ৮নং ইউনিয়নের হুদাবলা গ্রামের মোঃ বেলাল প্রাং এর পুত্র। দুপুর ১২ টায় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীর হাতে বিশেষ সম্মাননা পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর।
সেখানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার জাহান, থানার ইন্সপেক্টর(তদন্ত) হরিদাস মন্ডল, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও মোকামতলা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব সবুজ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রান্না মিন্টু, শিবগঞ্জ সদর ইউপি সচিব হেলাল উদ্দিন, উদ্যোক্তা মুক্তার হোসেন, সাবেক ছাত্রনেতা মাসুম আহম্মেদ, প্রভাষক শাফিউল ইসলাম বাবু, মাস্টার আল আমিন প্রমুখ।
ম্যারাথন আয়োজন করেন বাংলাদেশ সেনা বাহীনি। সহযোগীতা করেন শিবগঞ্জ উপজেলা প্রশাসন। আরও জানা যায়, প্রথম বিজয়ীকে ঢাকায় আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে৷ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক শাহাব উদ্দিন শিবলী।
Posted ৩:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD