বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতরা, দামপাড়া গ্রামের ৩৫ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২শতক জায়গা সহ বাড়ী হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ে গৃহহীনদের মাঝে ঈদ উপলক্ষে ৭২ পরিবারের মধ্যে জায়গাসহ গৃহ হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বগুড়া সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম সারোয়ার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খন্দকার আবুল বাশা, সহকারী প্রোগ্রামের মহাফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, শফিকুল ইসলাম শফিক, শহিদুল ইসলাম শহিদ, বেলাল হোসেন, আবু জাফর মন্ডল সুবিধাভোগীদের মধ্যে ওয়েছ কুরানী প্রমুখ।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD