বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ ভিজিএফ এর খাদ্য সহায়তা ১৬২৮ জন উপকারভোগী পরিবারের মাঝে প্রদান করা হয়েছে। আজ শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে এ খাদ্য সহায়তা প্রদান করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারি কমিশনার (ভ‚মি) মৌলী মন্ডল, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, ইউপি সচিব রাসেল খান প্রমুখ।
অপরদিকে শিবগঞ্জ সদর ইউনিয়নে ১৯৮৭জন উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামিউল ইসলাম, ইউপি সদস্য চুন্নু মিয়া, শিপন, মোহাম্মদ আলী, শাহজাহান শেখ, দিলারা জাহান প্রমুখ।
মোকামতলা ইউনিয়নে ১৮১২ জন উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, ভেটেনারী অফিসার মুনতাসির মামুন, উপজেলা শিক্ষা অফিসার ছারোয়ার জাহান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, পান্না মিয়া, রফিকুল ইসলাম, আবু হানিফ, মর্জিনা বিবি, হেলেনা বিবি প্রমুখ।
সৈয়দপুর ইউনিয়নে ১৭৩২ জন উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করেন অত্র ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুল হাসান তৌফিক। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার বিআরডিবি কর্মকর্তা পলাশ, ইউপি সদস্য আবু মোত্তালেব, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, আব্দুল লতিফ, শাহনাজ, বেবী।
আটমূল ইউনিয়নের ১ হাজার ৬শত ৩৭ জন গরীব, দুঃস্থদের মাঝে সুষ্ঠু ভাবে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করেন অত্র ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ট্যাগ অফিসার মোঃ শফিকুল ইসলাম, ইউপি সচিব শিমুল সহ সকল ইউপি সদস্যবৃন্দ এসময় উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চাল বিতরণ করেন।
Posted ৭:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD