বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ ও বিএনপির পৃথক পৃথক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪টায় আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিকের নৌকা প্রতীকে ভোট চেয়ে পৌর এলাকার কলুমগাড়ী, শব্দলদিঘী সহ কয়েকটি পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এসময় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা মাশরাফি হিরো, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, আওয়ামীলীগ নেতা সৈয়দ শাজাহাদা চৌধুরী, হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মোবাশ্বের হোসেন স্বরাজ প্রমুখ।
অপরদিকে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিনের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিকাল ৫টায় অর্জুনপুর গ্রামে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা হামিদুল হক চৌধুরী হিরু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, বিএনপি নেতা এবিএম কামাল সেলিম, মাস্টার আব্দুর রাজ্জাক, এসএম তাজুল ইসলাম, বুলবুল ইসলাম, হারুনুর রশিদ, ইদ্রিস আলী, এসময় উপস্থিত ছিলেন ছাত্র দল নেতা জিকো, সুজন, চান মিয়া, রঞ্জু প্রমুখ। পরে প্রধান অতিথি আকন্দ পাড়া ও পাইকপাড়া এলাকায় পথ সভা করেন।
Posted ৬:২০ অপরাহ্ণ | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD