স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গাংনগর মাঝপাড়া-বাড়ইপাড়া ও সৈয়দপুর ইউপি-ফঁাসিতলা হাট ভায়া গাংনগর রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
পরে গাংগর মাঝপাড়া চারমাথা নামক স্থানে পৃথক ২টি গ্রামীণ রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মোত্তালিব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, জেলা জাপা নেতা সামছুল আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জাপা নেতা মাসুম আহমেদ, শাহিনুর মাস্টার, ঠিকাদার মাসুদ রানা, পৌর কাউন্সিলর আবু কালাম আজাদ প্রমুখ।
Posted ৭:০৩ অপরাহ্ণ | বুধবার, ০৩ মে ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD