মঙ্গলবার ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিবগঞ্জে পল্লী ও প্রাণি চিকিৎসকদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিসচার আলোচনা সভা অনুষ্ঠিত 

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার   শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
143 বার পঠিত
শিবগঞ্জে পল্লী ও প্রাণি চিকিৎসকদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে নিসচার আলোচনা সভা অনুষ্ঠিত 

বগুড়ার শিবগঞ্জে পল্লী ও প্রাণি প্রাথমিক চিকিৎসকদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়ক চাই কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনে চালক, হেলপার ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে নিসচা কাজ করে যাচ্ছে। এর ফলে সড়কে শৃঙ্খলা কিছুটা ফিরেছে বলে আমি বিশ্নাস করি। নিসচা কেন্দ্রীয় সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার তানভীর হাসান।


সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান রোমেল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল রহমান রাজু, পুলিশ পরিদর্শক তদন্ত জিল্লুর রহমান। নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি ২০২৩ এর সদস্য সচিব আসাদুল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন  উপজেলা পল্লি ও প্রাণী প্রাথমিক চিকিৎসক এসোসিয়েশনের আহ্বায়ক শাহজাহান আলী।

অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি ২০২৩ এর আহ্বায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ন আহবায়ক প্রভাষক রাজিকুল ইসলাম রনি, মাস্টার সোহাগ আলী, শামসুর রহমান, নিসচা সদস্য সহ-সুপার আব্দুল মতিন, সাবেক সেনা কর্মকর্তা আনোয়ার হোসেন, এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, কিচক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।


এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য শিক্ষক মশিউর রহমান, শিক্ষক শাহজাহান আলী, মিজানুর রহমান, হেলাল উদ্দিন, রেশমা খাতুন, মহসিন আলী, রসব্বী হাসান সুমন, আনারুল ইসলাম, সেলিম হোসেন, ওমর ফারুক, মোহাম্মদ আলী, মজনু মিয়া, জিন্নাহ মোল্লাসহ এসোসিয়েশনের শতাধিক পল্লী ও প্রাণি প্রাথমিক চিকিৎসকবৃন্দ।

 


Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura || Online Newspaper |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন যোগাযোগ:

+৮৮ ০১৭ ৫০ ৯১ ১৮ ৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!