বগুড়ার শিবগঞ্জে নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ৭ নভেম্বর (রবিবার) দিনগত রাতের কোন এক সময় উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ওবায়দুল ইসলাম ও তার সমর্থকদের দায়ী করেছেন নৌকার প্রার্থী রেজাউল করীম চঞ্চল।
ঘটনা সম্পর্কে জানতে চঞ্চলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রবিবার রাতের কোন এক সময় তার নির্বাচনী অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা। এছাড়া বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে তারা। এ ঘটনায় কে জড়িত থাকতে পারে এমন প্রশ্নে নৌকার এই প্রার্থী জানান, বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী ওবাইদুল ইসলাম ও তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছি।
তবে এ ব্যাপারে বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পরিষদ নির্বাচনে চশমা মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল ইসলাম জানান, নৌকার অফিসে আগুন দেয়ার ঘটনা সকালে জানতে পেরেছি। ঐ গ্রামে আমার কোন কর্মী সমর্থকই নাই। ঘটনার সাথে আমি জড়িত নই।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রাতের আধারে কে বা কারা নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:২৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD