বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচারণায় নিজের পোস্টার নিজেই লাগিয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রানা শেখ। তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজেই পোস্টার নিজেই লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন। ফেরি করে ডাব বিক্রেতা রানা শেখ স্বপ্ন দেখছেন পৌর নির্বাচনে কাউন্সিলর হবার।
আগামী ৩০ জানুয়ারি বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন। এ উপলক্ষ্যে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। এলাকা জুড়ে চলছে সব প্রার্থীদের মাইকিং ও প্রচারণার। অন্য প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থী রানা শেখও থেমে নেই। নিজের প্রচার নিজেই করছেন। ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন ৪ জন প্রার্থী। এর আগেও গত পৌর নির্বাচনে রানা শেখ নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
শিবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিজের পোস্টার নিজেই লাগানোর ব্যাপারে প্রার্থী রানা শেখ বলেন, আমার বাবার দীর্ঘদিনের আশা আমি কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকাবাসীর সেবা করতে পারি। তাই বাবার স্বপ্ন পুরন করার জন্যই আমি নির্বাচনে অংশ নিয়েছি। আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন করি। ভোটার যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি দেখিয়ে দিবো কি ভাবে জনগণের সেবা করতে হয়।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD