বগুড়ার শিবগঞ্জের পল্লীতে ৬শতক জায়গা দখল নিয়ে বিরোধ, যাতায়াতের রাস্তায় বাঁশের খুঁটি দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি। ২০ পরিবার অবরুদ্ধ। মুদি দোকান বন্ধ, এলাকায় উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ উভয় পক্ষের চারজন আটক করেছে।
জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পঁওতা নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম, ইউসুফ আলী, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম ও জুয়েল সহ ২০ পরিবারের সঙ্গে একই গ্রামের আবু বক্কর এর ছেলে রাসেল মিয়ার সাথে ৬শতক জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ জের ধরে রাসেল মিয়া ও তার লোকজন ওই ২০ পরিবারের যাতায়াতের রাস্তায় মাঝে বাঁশের খুঁটি দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উল্লেখিত ৬শতক জায়গায় অবস্থিত মুদির দোকান সহ দখল করে নেয় ও বিভিন্ন জাতের চারা গাছ রোপন করে। ২০ পরিবারের লোকজনের যাতায়াতের পথ বন্ধ হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উভয় পক্ষের ৪ জন কে আটক করে । আটককৃতরা হলেন, রাসেল আহমেদ, টবলু মিয়া, রতন মিয়া ও অপর পক্ষের তরিকুল ইসলাম।
রাসেল আহমেদ বলেন, আমার পিতার ওয়ারিশ সূত্রে সিএস মূলে ৬শতক জমি দখলে নিয়েছি। অপরদিকে সিরাজুল ইসলাম, তরিকুল ইসলাম ও ইউসুফ বলেন, মৃত: আকবর আলীর ওয়ারিশসূত্রে আমরাই জমির মালিক। জমির প্রয়োজনীয় কাগজপত্রাদি আমাদের নামে রয়েছে। প্রতিপক্ষ রাসেল ও তোর লোকজন জোরপূর্বক ভাবে জায়গা বেদখল করে গাছের চারা রোপন করেছে। প্রতিপক্ষ রাস্তায় বাঁশের খুঁটি দ্বারা বন্ধ করে দেওয়ায় ২০ পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, রাস্তা নিয়ে বিরোধে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনায় উভয়পক্ষের চার জন কে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৭:০৩ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | Sazu Mia