বগুড়ার শিবগঞ্জে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম নামে এক ট্রাকশ্রমিক নেতা খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার কিচক বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ৫২বছর বয়সী শহিদুল ইসলাম উপজেলার বেলাই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিচক বাজারে ছুরিকাঘাতের শিকার হন শহিদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছুরিকাঘাতে শহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিপক কুমার দাস। তিনি জানান, আধিপত্য নিয়ে ট্রাক শ্রমিক নেতা শহিদুলের সঙ্গে সংগঠনের অন্যান্যদের দ্বন্দ্ব ছিল। এসব বিষয় নিয়ে সন্ধ্যায় কিচক বাজারের ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শহিদুল ও অন্যান্যরা বৈঠক করছিলেন। এ সময় দ্বন্দ্বের জেরে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
ওসি আরও জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে শহিদুল মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
ওসি দীপক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Posted ১০:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD