বগুড়ার শিবগঞ্জে সরকারি বিধিনিষেধ কঠোর ভাবে বাস্তবায়নের নিমিত্তে ২য় দিন শুক্রবার গুড়িগুড়ি বৃষ্টি অপেক্ষা করে উপজেলার বিভিন্ন বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা ও মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম সম্পাক। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল।
উপজেলা নির্বাহী অফিসার উপজেলার মহাস্থান, মোকামতলা, আমতলী, কিচক, আটমূল, ভাইয়ের পুকুর, আলিয়ারহাটসহ বিভিন্ন বন্দর তিনি মনিটরিং করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার গাংনগর এলাকায় একটি খাবার হোটেলসহ লকডাউন অমান্য করায় বিভিন্ন দোকানের ৪হাজার ৫শত ৫০টাকা জরিমানা আদায় করেন এবং ১০টি মামলা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এছাড়াও ৩৩৩ নম্বরে ফোন প্রদানকারী ৩জনকে ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় একটি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দেন।
Posted ৮:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD