বগুড়ার শিবগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটকৃত যুবক আঁচলাই গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল মতিন প্রামানিক (৩৮)। থানা এলাকার আঁচলাই গ্রামে গত মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার এস.আই জিন্নুর। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।
এর আগে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তার কাছে থাকা প্লাষ্টিকের বাটির ভিতর হতে ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Posted ৮:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD