শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষক লীগ এর আয়োজনে আজ সন্ধ্যায় সাপ্তাহিক তৃণমূল বার্তা কার্যালয়ে বর্ধিত সভা উপজেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক শাহিনুর মাস্টার এর সঞ্চালনায়ে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেয়র তৌহিদুর রহমান মানিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আমজাদ হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, কৃষক লীগ নেতা আমজাদে হাসেন মন্টু, মাহবুর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান, সাম্মাদ আলী, ব্রিটল সহ ১২টি ইউনিয়ন ও পৌরসভার কৃষক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
Posted ১১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD