বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর নির্দেশনায় ও অর্থায়নে কালেরকন্ঠ শুভ সংঘের আয়োজনে কোভিড-১৯ (করোনা) কালীন সময়ে দেশ ব্যাপী বসুন্ধরা গ্রুপের সহযোগিতা প্রদানের ধারাবাহিকতায় শিবগঞ্জ পৌর এলাকার ৩শত কর্মহীন ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র তৌহিদুর রহমান মানিক এর সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু প্রধান অতিথি থেকে এ খাদ্য সামগ্রী বিরতণ করেন।
উক্ত খাদ্য বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, কালেরকন্ঠ সাব এডিটর জাকারিয়া জামান, জেলা প্রতিনিধি লিমন বাসার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি প্রদীপ মোহন্ত, যায়াযায় দিন শিবগঞ্জ প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, ভোরের কাগজ প্রতিনিধি পবন রায়, ভোরের দর্পন প্রতিনিধি আব্দুুর রউফ রুবেল, মুক্ত সকাল প্রতিনিধি সাজু মিয়া, কাউন্সিলর রুহুল আমিন ফকির, আব্দুল মোমিন, মোজাম্মেল হক, মিনারা বেগম, ওলেদা বেগম প্রমুখ।
Posted ৯:১১ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD