বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, খাদ্য নিয়ন্ত্রক আবুল বাসার, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, শিবগঞ্জ থানার এসআই রুম্মান হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসেম আলী, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, ইসলামিক ফাউন্ডেশন শিবগঞ্জ পাঠাগার কেয়ার টেকার একরাম হোসেন বাবু, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন রেজাউল করিম চঞ্চল, আব্দুল মোত্তালিব মোল্লা, বেলাল হোসেন, আসিফ মাহমুদ মিল্টন, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক হাবিবুল আলম, জালাল উদ্দীন, সাংবাদিক রুবেল, সোহেল আক্তার মিঠু, সাজু মিয়া, রবিউল ইসলাম রবি, রশিদুর রহমান রানা প্রমূখ।
Posted ৮:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD