বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ঈদ উল-আযহার পর ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত সরকার লক ডাউন ঘোষণা করেছেন। লক ডাউন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। এর প্রেক্ষিতে ঘোষিত ২য় ধাপের লক ডাউনে বিধি নিষেধ না মানায় ১৭ মামলায় ৬ হাজার ১শত টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌলী মন্ডল শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সরকারি বিধি নিষেধ না মানায় এবং সিএনজি চালিত অটোরিক্সায় অতিরিক্ত যাত্রী বহণ করা ও বিকাল ৩টার পর হাট বাজার খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে ১৭টি মামলায় সর্বোচ্চ ১হাজার টাকা ও সর্বনিম্ন ১০০ টাকা অর্থ দন্ড করে মোট ৬ হাজার ১ শত টাকা জরিমান আদায় করা হয়েছে। এর মধ্যে সিএনজি অটোরিক্সায় সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক ব্যতিত অতিরিক্ত যাত্রী বহণ করায় ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেন। অর্থ দন্ড প্রাপ্তির প্রেক্ষিতে কাউকে আটক করা হয়নি বলে জানা যায়।
Posted ৯:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD