বগুড়ার শিবগঞ্জের পল্লীতে এক ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৮পিছ ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের সনভালকি গ্রামের মৃত: জালাল উদ্দিন এর ছেলে ঔষধ ব্যবসায়ী মতিউর রহমান মল্লিক (৪৫) কে ঝানঝিআরা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৮ পিছ ইয়াবা সহ তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, ঔষুধ বিক্রির আড়ালে সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি ও সেবন করে আসছিলো। গোপন সূত্রে খবর পেয়ে তার দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিবগঞ্জে এলজিইডি’র
কর্মকর্তাদের সংবর্ধান প্রদান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের ৫ জন কর্মকর্তাদের পদোন্নতি ও বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে এলইজিডি’র কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, সহকারী প্রকৌশলী-২ মুঞ্জুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বগড়া সদর মাহবুবুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, মুঞ্জুরুল ইসলাম, আব্দুল মোত্তালিব, ঠিকাদার বুলবুল ইসলাম, নজমুল হক মিঠু প্রমুখ। পরে বিদায়ী কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করেন ।
শিবগঞ্জে ইউএনও’র সাথে বিএইচআরসি
নব-গঠিত নেতৃবৃন্দের সাক্ষাৎ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি উপাধ্যাক্ষ আশরাফুজ্জামান মন্টুর নেতৃত্বে নেতৃবৃন্দ ইউএনও এর সাথে তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আবু হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক তৌহিদ মন্ডল প্রমুখ। সৌজন্যে সাক্ষাতে নেতৃবৃন্দ ইউএনও মহোদয়কে শিবগঞ্জ উপজেলা শাখার অনুমোদিত ৫৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুলিপি হাস্তান্তর করা হয়।
রবিউল ইসলাম রবি
শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধি
৩১-০৭-২০২২
Posted ৮:১৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ জুলাই ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD