শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: “ মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এই শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জ উপজেলা সদর প্রদক্ষিণ করে।
র্যালীতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওঃ আলতাব আলী, সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র সভাপতি মাও মহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল্লাহ, ইসলামী আন্দোলন এর নেতা মাও মতিউর রহমান, আবু মুঞ্জিল, মাসুম বিল্লাহ, আব্দুল আহাদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সোনালী ব্যাংক চত্বরে এক বিক্ষোভ সামাবেশে বক্তরা বলেন, ডারউইনের বিবর্তনবাদের মত বিতর্কিত তথ্য পাঠ্যপুস্তকে তুলে ধরে ইসলামি মূল্যবোধ ধ্বংস করা হচ্ছে। রোজার সময় আসলে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হয়, অথচ আমাদের দেশে রমজানের আগেই দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়। দেশে ইসলামি শিক্ষার প্রসার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
বহিঃশক্তির ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশের ছেলে-মেয়ে নাস্তিকতার শিক্ষা লাভ করবেন তা ইসলামি আন্দোলন বাংলাদেশ কখনো মেনে নিবে না। বক্তাগন অবিলম্বে ভূলেভরা,বিদ্রæপাত্মক পাঠ্যপুস্তক বাতিল করে নতুন করে পাঠ্যপুস্তুক প্রনয়নের দাবি জানিয়ে বলেন এসব দাবি না মানলে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD