বগুড়ার শিবগঞ্জে ৫বছরের এক মেয়ে শিশুকে আম খাওয়ার প্রলোভনে ৬০ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দারে করা হয়েছে। বুধবার বিকেলে মামলায় আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামে মৃতঃ রিয়াজ উদ্দিনের পুত্র বাবলু মিয়া (৬০) কে আসামি করে মামলা দায়ের করেছেন কণ্যাশিশু (৫) এর বাবা । এর আগে বুধবার দুপুর ১টার দিকে উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া গ্রামে কণ্যাশিশু (৬) বাড়ির পার্শ্বে খেলা করার সময় একই গ্রামের প্রতিবেশী ওই শিশুকে পাকা আম দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট বাবলু ওই কণ্যাশিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ঐ কণ্যাশিশু কান্না করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে আসলে বৃদ্ধ বাবলু কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, ধর্ষণ চেষ্টার বিষয়ে থানায় একটি মামলা নেওয়া হয়েছে। ওই শিশুকে বৃহস্পতিবার সকালে শারীরিক পরীক্ষার জন্য শজিমেকে পাঠানো হবে। মামলার আসামীকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
Posted ৮:০০ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুন ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD