শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০.৩০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সহকারী প্রোগ্রামার মাহফুজ, যুব কর্মকর্তা খাদেমুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি এনজিও কর্মীরা ।
পরে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। আরো বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক মাস্টার আজিজার রহমান প্রমুখ।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD