শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিএনপি- জামায়াতের দেশবিরোধী সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে শান্তি সমাবেশ শনিবার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরী, মাষ্টার হাবিবুল আলম, এমদাদুল হক, মারুফ রহমান মুঞ্জু, মহিদুল ইসলাম, রিজ্জাকুল ইসলাম রাজু, রেজাউল করিম চঞ্চল, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ,বেলাল হোসেন, আমিনুল হক দুদু, শাহাবুদ্দীন শিবলী, সোহেল আক্তার মিঠু, সোহেল রানা মিন্টু, কৃষক লীগ নেতা লুৎফর রহমান, শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল পৌরসভা প্রদক্ষিণ করে।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD