বগুড়ার শিবগঞ্জের মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বিদ্যালয় হলরুমে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়টির নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা’র সভাপতিত্বে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আনিছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য আব্দুল মতিন, মোজাক্কের হোসেন, অভিভাবক সদস্য মাহমুদুল হোসেন, মোকলেছার রহমান, মিনহাজুল আবেদীন, রেজাউল করিম, সাবেক শিক্ষক আব্দুল হামিদ, আব্দুল জোব্বার, শিক্ষক সদস্য মাহবুবুর রহমান, এমতেহানান বেগম, অত্র বিদ্যালয়ে শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, আয়শা সিদ্দীকা, সিরাজুল ইসলাম, আনিছার রহমান, মামুনুর রশিদ, মাসুদুর রহমান, আব্দুল হামিদ, সেরাজুল ইসলাম, মোখলেছার রহমান, রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, ইউপি সদস্য আবু সায়েম প্রমুখ।
প্রসঙ্গতঃ শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে মোনায়েম হোসেন ইকবালকে বিদ্যালয়টির কো-অপ্ট সদস্য হিসাবে মনোনিত করা হয়।
Posted ১০:২৯ অপরাহ্ণ | শনিবার, ০৬ আগস্ট ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD