বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে হতে ১৪০ বোতল ফেনসিডিলসহ পুলিশের ফাঁদে পরে আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী। আজ বুধবার (২৭ ডিসেম্বর) মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাস তল্লাশির সময় ২জন যাত্রী বেশী মাদক ব্যবসায়ীর ব্যাগ তল্লাশী করে এ চালান আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রানিশংকর উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃতঃ হজরত আলীর ছেলে সুরুল মিয়া (৪৮) ও বামনবাড়ী গ্রামের মৃতঃ আ. মতিনের ছেলে ফয়সাল হোসেন (৩৮)।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিআরটিসি বাস তল্লাশী করে ১৪০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Posted ১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD