২২ মার্চ (সোমবার) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেন।
আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সাগর কুমার রায়, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনোয়ার পারভেজ রুবন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সহ সভাপতি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, জেলা পরিষদ সদস্য আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন , মাঝিহট্ট ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ কামাল তালুকদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে মাঝিহট্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মন্ডল সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ সভাপতি বাদশা মন্ডল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান নির্বাচিত হন।
Posted ৯:২৬ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud