বগুড়া শিবগঞ্জের মাঝিহট্টের গুচ্ছগ্রামে ঘর বিক্রয়ের নামে টাকা লেনদেনের অভিযোগ অতঃপর উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্তৃক তদন্ত। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে কেলুঞ্জা আশ্রায়ন প্রকল্প (গুচ্ছগ্রামে) যে সমস্ত অসহায় গৃহহীনরা সরকারী ভাবে ঘর না পেয়ে গুচ্ছ গ্রামে টাকার বিনিময়ে ঘর ক্রয় করেছেন সেই সমস্ত ব্যক্তিকে ঘর দলিল করে দেওয়ার কথা বলে তিন থেকে চার হাজার করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অত্র ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানার সাথে মোবাইল ফোনে কথা বলিলে তিনি জানিয়েছেন, আমি গুচ্ছগ্রামে গিয়েছিলাম আমি টাকা না দেওয়ার জন্য সবাইকে নিষেধ করেছি, তারপরেও যদি টাকা দিয়ে থাকে সেটার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। এ ব্যপারে এলাকাবাসী দূর্নীতি কারীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। উক্ত নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ৮ আগস্ট (সোমবার) শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান তদন্ত করে মাঝিহট্টে কেলুঞ্জা আশ্রায়ন প্রকল্পের (গুচ্ছগ্রামের) ঘর দলিল করে দেওয়ার নামে চার হাজার টাকা ঘুষ নেওয়ার সত্যতা প্রমাণ পেয়েছে।
এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি সতর্ক করে বলেন কেউ কাউকে দলিল করার নামে বা কোন অযুহাতে টাকা পয়সা লেনদেন থেকে বিরত থাকার কথা বলেন। প্রয়োজনে সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন। এই তদন্তের সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ সহ মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্যগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গুচ্ছ গ্রামের লোকজন।
Posted ১০:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD