বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির জামুরহাট দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়। গত ১৩ ডিসেম্বর (সোমবার) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে। মোট ভোটার সংখ্যা এবতেদায়ী শাখায় ১০১ এবং দাখিল শাখায় ১৬১, মোট ভোটার সংখ্যা ২৬২ জন।
এর মধ্যে ২২৭ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন। বিজয়ীরা হলেন কামরুল ইসলাম প্যানেল এবতেদায়ী শাখার অভিভাবক সদস্য ওসমান গনি ক্রমিক নং-১, শারমিন আক্তার বি,এ ক্রমিক নং-২। দাখিল শাখার অভিভাবক সদস্য আজিজুল হক ক্রমিক নং-২, ওবাইদুল প্রামানিক নং-৪, আব্দুল কাদের জিন্না ক্রমিক নং-৫। প্রিজেটিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেন আব্দুস সাকুর।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD