বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে ২০ জানুয়ারি (বুধবার) বিকালে বড় বেলঘড়িয়া মাদ্রাসা চত্বরে ইউনিয়ন মহিলা জাতীয় পার্টির কর্মী সভায় শেষে ৩৭বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ (এমপি) প্রদত্ত কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটমূল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম বাসু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য শেষে কম্বল বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় পার্টি ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতা-কর্মী বৃন্দ।
Posted ৫:২৪ অপরাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTI SHOPON MAHMUD