সাভারে শিক্ষক হত্যা, নড়াইলে শিক্ষক নির্যাতন ও অবমাননা সহ সকল সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি কবি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: তাপস বোস, মহিলা পরিষদের সভানেত্রী প্রতিমা চৌধুরী, কবি সোলায়মান বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, আওয়ামীলীগ নেতা অলক সরকার, বাংলাদেশ জাসদ নেতা ইসমাইল হোসেন বাদল, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, সঙ্গিত শিল্পী পারুল হক প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে বাংলাদেশে মুল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে। ফলে শিক্ষক হত্যা ও লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটছে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এগিয়ে আসার আহবান জানান তারা।
Posted ১১:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD