বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর এলাকার একটি আম বাগান থেকে অজ্ঞাত নামা এক মহিলা ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৪ অগষ্ট) সকাল অনুমান ১০ টার দিকে এলাকার রুহুল আমিনের আম বাগান থেকে অজ্ঞাত নামা মহিলার লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞত নামা মহিলার লাশটি এক জায়গায় এবং লাশের পা অপর জায়গায় বিচ্ছিন্ন ভাবে পড়ে আছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে পথচারীরা রাস্তা দিয়ে চলাচলের সময় রাস্তা সংলগ্ন আম বাগানে মধ্যে একটি বস্তা ভর্তি অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে লাশ শনাক্ত করনে কাজ করে যাচ্ছে বগুড়া জেলা CID এর একটি টিম।
CID সূত্রে জানা যায়, অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক ৪৫ হতে পারে। লাশটি আনুমানিক চার পাঁচ দিন আগের হতে পারে। মহিলার হাতে একটি আংটি,গলায় মালা ও একটি কালো তাবিস দেখা গেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে এসেছি। লাশের পরিচয় শনাক্ত করা যায় নি।কি কারনে হত্যা করা হয়েছে তাও জানা যায় নি।লাশটি ময়নাতদন্তের প্রেরনের প্রস্তুতি চলছে।
Posted ৮:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD