বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এক প্রভাবশালীর পক্ষে শালিসের রায় না হওয়ায় শালিসি ব্যক্তি কে মারপিট, আতঙ্কে আছেন গ্রাম্য মাতব্বর। বিশ্বস্ত সূত্র ও ভুক্তভোগীরা জানান, ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে গোবিন্দপুর গ্রামের আলহাজ্ব ছলেমান ফকিরের পুত্র নাজমুল হোসেন তার আবাদি জমির ফসল দেখে বাড়ি ফিরছিল।
তার পথ রোধ করে একই গ্ৰামের প্রভাবশালী আব্দুল খালেকের পুত্র আফজাল হোসেনের বাড়ির সামনে আসা মাত্রই আফজাল হোসেনের জোগ সাজসে তার দিক নির্দেশনায় পূর্ব পরিকল্পিতভাবে তার তিন বোন মাছুরা, জাহানারা, জোবেদা এবং ভগ্নীরা একত্রিত হয়ে বাঁশের লাঠি ও ঝাড়ু দিয়ে গ্ৰাম্য মাতব্বর নাজমুল হোসেনকে এলোপাথাড়ি মারপিট করে। নাজমুল হোসেনের ডাক চিৎকারে তার বোন নুরজাহান এগিয়ে আসলে তাকেও মারপিট করে।
ভুক্তভোগী নাজমুল বলেন, বেশ কিছু দিন ধরে আফজাল হোসেন ও একই গ্ৰামের ডিপ টিউবওয়েলের শেয়ার দার ছিদ্দিক তাদের ভাগের ঐ ডিপ টিউবওয়েলের পানি সেচের লাভের টাকা ভাগাভাগি নিয়ে বেশ কিছু দিন ধরে ঝগড়া বিবাদ হওয়ায় ডিপ টিউবওয়েলের ঘরে দু’জনেই ২টি তালা মারে। আমি ও গ্ৰামের লোকজন মিলিয়ে শিয়ার দার ছিদ্দিকের কথা মতো, মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হবে চিন্তা করে সাধারণ কৃষকের যেন ক্ষতি না হয় এই ভেবে দু’জনকে একত্রিত করে আলাপ-আলোচনার মাধ্যমে দু’জনের মতামতের ভিত্তিতে তাদের দ্বন্দ্ব নিরসন করে দেই। এতে করে ডিপ টিউবওয়েল বর্তমান চালু আছে।
ভুক্তভোগী নাজমুল আরও বলেন, ডিপ টিউবওয়েল নিয়ে মীমাংসা টি আফজাল হোসেনের পক্ষে রায় সম্ভবত না হওয়ায় আমাকে বর্তমানেও প্রভাবশালী আফজাল হোসেন ও তার বোনেরা বিভিন্নভাবে দোষারোপ করে ভয়ভীতি ও গালমন্দ করছে।
এ বিষয়ে মাঝিহট্ট ইউপি সদস্য উজ্জ্বল হোসেনের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, মারপিটের ঘটনা আমি শুনেছি।
Posted ৮:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD