যশোরের শার্শায় বাগআঁচড়াই ২২১ বোতল প্রাইভেটকার ভর্তি ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩১শে ডিসেম্বর)দুপুরে বাগআঁচড়া রাড়িপুকুর পাকা রাস্্তার উপর থেকে আটক করা হয়।
আটকৃতরা হলো ,শাওন আহম্মদ(৩২) পিতা রফিক উদ্দিন আহম্মদ, সবুজ কর্মকার(৩০) পিতা শান্তি কর্মকার ,সুমন চন্দ্র দাস(২৫) পিতা নিখিল চন্দ্র দাস, মোঃ তপু(৩০) পিতা মৃত বাশার মুন্সি । সবাই একই থানা ভাঙ্গা, জেলা ফরিদপুরের বাসিন্দা।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৪ মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে বাগআঁচড়া-রাড়িপুকুর পাকা রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে। সেখানে অভিযান চালিয়ে তাদের কে গাড়ি সহ আটক করা হয়। তারা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
Alokito Bogura | MTI SHOPON MAHMUD