যশোরের শার্শার ভূলোটে প্রতিবেশীর হিসুদায়ের কোপে মুক্তার হোসেন(৫০)নামে এক ব্যাক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে। শনিবার(২রা জানুয়ারি) দুপুর ৩টার সময় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি ভুলোটের মৃত চান্দালির ছেলে।হত্যাকারি মামুন হোসেন(২৫)সে একই গ্রামের মাঝারুলের ছেলে।
স্থানীয়রা ও মেম্বর জানায়, দুপুরে বাবা ছেলের মধ্যে বেড়াদেয়াকে কেন্দ্র করে মারামারি হয়। তখন প্রতেবেশী হিসাবে মারামারি ঠেকাতে গিয়ে মুক্তারের গলায় দায়ের কোপ লাগলে সে ঘটনাস্থলে নিহত হয়।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ি এস আই আনোয়ার হোসেন জানায়,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হবে। তদন্তশেষে বলা যাবে কি ঘটেছিল। আসামি পালাতক রয়েছে তাকে আটকের অভিযান অব্যাহত আছে।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD