যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বামুনিয়া সোনাতন কঠী মহিলা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী এবং চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। দুই পদে একাধিক প্রার্থী আবেদন করলেও, ভাইভাতে দপ্তরী কর্মী তিন এবং অফিস সহকারী তিন জন মোট ছয় জন পরিক্ষায় উত্তীর্ণ হয়।
প্রথম হয়েও নিয়োগ না পাওয়ার অভিযোগে ইয়াসমিন ও আশা নামের দুই ভুক্তভোগী। তাদের দাবি কেরানী মুছার মাধ্যমে ম্যানেজিং কমিটি তাদের নিকট থেকে টাকা নিয়ে নিয়োগ দিয়েছে অন্যদের। ভুক্তভোগীদের দাবি এখন টাকা ফেরত চাইতে গেলে বাড়িতে হামলা ভাংচুর এবং পুলিশ দিয়ে মামলা দেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে।
সূত্রে জানায়, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২য় সংশোধনীতে বিদ্যালয়ে একজন দপ্তরী কর্মী হিসেবে ইয়াসমিন খাতুন, আবেদন করেন ৫/৪/২২ তারিখে পরিক্ষা হয় ২/৭/২২ কেরানী মুছার নিকট টাকা জমা ৪/৭/২২ দিলেও অন্য প্রার্থী নিয়োগ দেয়া হয়েছে। ইয়াসমিন টাকা ফেরত চাইতে গেলে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে সাধারণ মানুষ ফুঁসে ওঠায় যেকোন সময় দুর ঘর্টনা ঘটার আশংকা করছে স্থানীয়রা।
এ ঘটনায় চেয়ারম্যান আব্দুল খালেককে তার মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্রকে অবহিত করলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD