বগুড়ার সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে থানা চত্বরে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সমাবেশ।
বগুড়ার গাবতলি সার্কেলের সহকারী পুলিশ সুপার নেয়াজ মেহেদী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানার অফিসার ইনচার্জ ওসি রাজেশ চক্রবর্ত্তী, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রেের ইনচার্জ মোঃ দুরুল হোদা, উপজেলা আনসার ভিডিপি কমান্ডার হাসেম আলী।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা ইমাম মোয়াজিম সমিতির সভাপতি, সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু, চন্দন কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,
পুলিশ উপ-পরিদর্শক এসআই তপন কুমার। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন ধর্মাবলম্বী, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ,থানার সকল পুলিশ অফিসার, এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৫:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD