শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বগুড়ার শাজাহাপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। আজ শুক্রবার বেলা ৩টায় উপজেলা চত্বরে নিজ উদ্যোগে শারদীয় শুভেচ্ছা হিসেবে ৭ শতাধিক পরিবারের মাঝে এসব বিতরণ করেন।
বিতরণকালে তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ অসাম্পদায়িক চেতনার দেশ, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সকল সমপ্রদায় সমপ্রীতির চাদরে বসবাস করেন। কিন্তু ৭১ এর পরাজিত অপশক্তি রাজনীতিক ফায়দা লুটার জন্য সামপ্রদায়ীক শক্তির বারে বারে রুপধারন করে। ঐক্যবদ্ধ বাঙ্গালী জাতিকে কোন অপশক্তি হারাতে পারবে না। আপনারা দূর্গাৎসব নির্ভয়ে পালন করবেন এবং আগামী আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে আবারো জয়যুক্ত করবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন বাবলু, নজরুল ইসলাম, মাহফুজার রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম ফরিদুল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুসহ দলীয় নেতা-কর্মীরা।
Posted ৬:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
Alokito Bogura || Online Newspaper | MTi SHOPON MAHMUD