বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নে রানির হাট বাজার হতে জোরা ইমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৭০০ মিটার রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উদ্বোধনী কাজের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
জানা যায়, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বরাদ্দকৃত ৫০ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সিফাত এন্টারপ্রাইজের মাধ্যমে কাজটি চলছে। কাজের বর্ণনায় ঠিকাদার পরিচালক মিজানুর রহমান বলেন, দৈর্ঘ্য ১৭০০ মিটার ও প্রস্থ্য ৩ মিটার এবং ১ ইঞ্চি উচ্চতায় কার্পেটিং কাজটি করা হচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মাষ্টার, উপজেলা এলজিইডি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি আ. লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক মেম্বার, ইউপি সদস্য আলমগীর হোসেন, লাভলী বেগম, মোস্তাফিজুর রহমান মোস্ত, যুবলীগ নেতা ইমান আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা হযরত আলী প্রমূখ।
Posted ৮:০৮ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD