বগুড়ার শাজাহানপুরে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিযয়ে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়। ৬ ডিসেম্বর রোজ সোমবার বেলা এগারো ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংক এর যাত্রা শুরু করেন।
এসময় উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজগর হোসেন ব্রাঞ্চ ম্যনেজার ব্রাক ব্যাংক, এস এম ই শাখার এরিয়া হেড সব্যসাহী ইসলাম এবং এজেন্ট ব্যাংকিং বিভাগের টিম লিডার রাজিব মিয়া, এসএমই আউটলেট ইনচার্জ মেহেদী হাসান।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বীরগ্রাম ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট মোহাম্মদ তাজুল ইসলাম, তাইবুর রহমান, হাফসা, সাবেক ইউপি সদস্য বিপুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহসিন আলী সাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল হাকিম,উপজেলা যুবলীগের সদস্য রুহুল আমিন, বীরগ্রাম দারুল হুদা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব ফোরকান আলী, আরমান হোসেন, রকি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Posted ৮:০২ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD