বগুড়ার শাজাহানপুরে গতকাল মঙ্গলবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার গোহাইল ইউনিয়ন পরিষদে ইউনিয়নের সাড়ে ৩শ গরিব শীতার্ত মানুয়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন সান্নু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) বাদশা আলমঙ্গীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক জহুরুল ইসলাম, গোহাইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
Posted ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD